Bangladesh Krishi Bank Job Circular 2018

Bangladesh Krishi Bank is now published job circular . A attractive job circular published the Bangladesh Krishi Bank. Joining the smart,willing and big govt. banking team of Bangladesh Krishi Bank. Bangladesh Krishi Bank is the most important department and dependable Banking service team in  Bangladesh. Bangladesh Krishi Bank is now working in all location for helping the people of Bangladesh. Bangladesh Krishi Bank Job Circular 2018 related all the information are given below.

Bangladesh Krishi Bank Job Circular 2018,Bangladesh Krishi Bank Job,Bangladesh Krishi Bank Job Circular,Bank Job Circular 2018,Bangladesh Krishi Bank Job Opportunity,Bangladesh Krishi Bank Job Opportunity 2018,Bangladesh Krishi Bank Career Opportunity,Bangladesh Krishi Bank Career Opportunity 2018,govt bd job circular,Bangladesh Krishi Bank,www.bd Bangladesh Krishi Bank, bdBangladesh Krishi Bank, www.Bangladesh Krishi Bank,bd Bangladesh Krishi Bank job,bank job,gov bd bank job,gov bd bank job circular,Bangladesh Bank,Bangladesh Bank Job Circular 2016,Bangladesh Krishi Bank Job Circular 2018

Bangladesh Krishi Bank Job Circular 2018,Bangladesh Krishi Bank Job,Bangladesh Krishi Bank Job Circular,Bank Job Circular 2018,Bangladesh Krishi Bank Job Opportunity,Bangladesh Krishi Bank Job Opportunity 2018,Bangladesh Krishi Bank Career Opportunity,Bangladesh Krishi Bank Career Opportunity 2018,govt bd job circular,Bangladesh Krishi Bank,www.bd Bangladesh Krishi Bank, bdBangladesh Krishi Bank

A attractive job circular published the Bangladesh Krishi Bank. Joining the smart,willing and big govt. banking team of Bangladesh Krishi Bank. Bangladesh Krishi Bank is the most important department and dependable Banking service team in  Bangladesh. Bangladesh Krishi Bank is now working in all location for helping the people of Bangladesh. Bangladesh Krishi Bank Job Circular 2018 related all the information are given below. Apply Link Below

 

 

 

 

বাংলাদেশ কৃষি ব্যাংক
প্রধান কার্যালয়
৮৩-৮৫, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১
www.krishibank.org.bd

 
নং বিকেবি/এইচআরএমডি-১/৯(৩)/২০১৮-২০১৯/৫৯৭
তারিখঃ ৩১.০৭.২০১৮ খ্রিঃ

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি ব্যাংকে নিম্নবর্ণিত পদে সরাসরি নিয়োগের নিমিত্ত প্যানেল প্রস্তুতির জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক এর অধিক্ষেত্রের (প্রশাসনিক বিভাগ রাজশাহী ও রংপুর ব্যতীত) স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নেবর্ণিত শর্তাধীনে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

পদের নাম ও বেতনস্কেল
পদ সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা

ড্রাইভার 
জাতীয় বেতনস্কেল,২০১৫ এর টাকা ৯৩০০ – ২২৪৯০/- এবং তৎসহপ্রদেয় অন্যান্য সুবিধাদি।

২২

(ক)  অষ্টম শ্রেণি উত্তীর্ণ। 
(খ) গাড়ী চালনায় ন্যূনতম ২ (দুই) বছরের  অভিজ্ঞতা । 
(গ) মোটরগাড়ী চালনার বৈধ লাইসেন্স।

০২। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০২.০৮.২০১৮ তারিখ হতে ২০.০৮.২০১৮ খ্রিঃ তারিখের মধ্যে শুধুমাত্র বিডিজবস্‌ লিমিটেড এর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (http://bdjobs.com/krishibank)-এ Online Application Form টি পূরণের মাধ্যমে আবেদন Submit (দাখিল) করতে হবে।

০৩। দরখাস্ত করার সময় ফরম পূরণ করার নিয়মাবলী ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে। Online-এ আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Form টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

০৪। অন্যান্য শর্তাবলীঃ

৪.১বয়সঃ (৩১.০৭.২০১৮ তারিখে)

(ক)মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
(খ)মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
৪.২শুধুমাত্র জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক দরখাস্ত করার যোগ্য হবেন। যে সকল প্রার্থী কোন অ-বাংলাদেশী নাগরিককে বিবাহ করেছেন অথবা বিবাহ বন্ধনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যোগ্য হবেন না।
৪.৩অভিজ্ঞতাঃ চাকরির আবেদনের তারিখে গাড়ী চালনার অভিজ্ঞতা ন্যূনতম ০২ (দুই) বছর হতে হবে।
৪.৪ড্রাইভিং লাইসেন্সঃ হালকা/মিডিয়াম/হেভী লাইসেন্সধারী প্রার্থীগণ আবেদন করার যোগ্য। হেভী লাইসেন্সধারী প্রার্থীগণের জন্য কোন অতিরিক্ত সুবিধা প্রদান করা হবেনা। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স গ্রহণযোগ্য নয়।
৪.৫প্রার্থীদের প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
৪.৬পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪.৭পরীক্ষার স্থান ও সময়সূচি ব্যাংকের ওয়েবসাইটে প্রদর্শনের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।
৪.৮এডমিট কার্ড ব্যতীত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
৪.৯নিয়োগ সংক্রান্ত কোটা সংরক্ষণে সরকারী নীতিমালা অনুসরণ করা হবে । 
৪.১০নিয়োগের ক্ষেত্রে ব্যাংকের এবং সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে।
৪.১১বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

০৫। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপিসহ ১ সেট অনুলিপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/১ম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫ মতিঝিল, ঢাকায় জমা দিতে হবেঃ

৫.১অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant`s Copy;
৫.২লিখিত পরীক্ষার এডমিট কার্ড;
৫.৩সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/মার্কশীট/ট্রান্সক্রিপ্ট;
৫.৪সম্প্রতি তোলা ০৪(চার) কপি রঙিন পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি;
৫.৫স্থায়ী ঠিকানার সমর্থনে প্রার্থী যেই এলাকার স্থায়ী বাসিন্দা সেই এলাকার সিটি কর্পোরেশনের মেয়র/পৌর মেয়র/ কাউন্সিলর/কমিশনার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি, বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে ইস্যুকৃত নাগরিকত্ব/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি;          
৫.৭জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি;                                                  
৫.৮প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র, শিক্ষা প্রতিষ্ঠান হতে ইস্যুকৃত টেস্টিমোনিয়াল/এসএসসি সনদে একই হতে হবে। এক্ষেত্রে জন্ম তারিখের তারতম্য দেখা দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না;
৫.৯
(ক)প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত কপি; অথবা
(খ)১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি;
(গ)মুক্তিযোদ্ধার নাম সম্বলিত গেজেট/ মুক্তিবার্তার সত্যয়িত কপি;
(ঘ)আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত বংশানুক্রমিক সার্টিফিকেটের সত্যায়িত কপি;
(ঙ)জন্ম তারিখ প্রমাণের নিমিত্ত মুক্তিযোদ্ধার জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাইযোগ্য) অথবা এস এস সি পরীক্ষা পাসের সনদ ও এনআইডির সত্যায়িত ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)
৫.১০মুক্তিযোদ্ধা সনদ হিসাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যয়ন পত্র প্রাথমিকভাবে গ্রহণ করা হবে। তবে, মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল সনদ উপস্থাপন করতে হবে এবং উক্ত সনদের একটি সত্যায়িত কপি জমা দিতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। উল্লেখ্য, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সঠিক সনদপত্র উপস্থাপনে ব্যর্থ হলে মুক্তিযোদ্ধা প্রার্থী হিসেবে প্রার্থীতা বাতিল করা হবে;
৫.১১উপ-জাতীয়দের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে জেলা আনসার       এ্যাডজুটেন্ট এবংএতিমখানা নিবাসীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে;
৫.১২চাকুরীরত প্রার্থীগণ তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সেক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনাপত্তি পত্রের সত্যায়িত কপিসহ ৫ নং ক্রমিকে উল্লেখিত সকল দলিলাদি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে অত্র বিভাগে প্রেরণ করতে হবে।
০৬।
(ক)অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
(খ)যে কোন ধরণের সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
(গ)ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

উপ-মহাব্যবস্থাপক

 

Bangladesh Krishi Bank Job Circular 2018 Apply Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *