JSC/JDC Exam Result Re-scrutiny/Khata Challenge Process

JSC/JDC Exam Result Re-scrutiny/Khata Challenge Process. JSC/JDC Exam Result Re-scrutiny/Khata Challenge Result will be published soon. JSC/JDC Result Rescrutiny 2015 teletalk sms apply Process/procedure of Dhaka, Rajshahi, Chittagong, Comilla, Jessore, Sylhet, Dinajpur, Barisal, Madrasah JDC has Already Published Download. Junior School Certificate Rescrutiny application process starts. JSC Result 2015 Rescrutiny Process. If any student apply for Junior School Certificate exam papers recheck.

JSC/JDC Exam Result Re-scrutiny/Khata Challenge Process

কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ

 

ফলাফল পুনঃমূল্যায়ন করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ

  • টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
  • মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ২৫০ টাকা )
  • আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-

RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড

উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ

RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ

RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমাঃ

এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৭ সালের জেএসসি ও জেডিসি এর ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ৩১-১২২০১৭ তারিখ থেকে ০৬-০১-২০১৮ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। তাই দেরি না করে আজই আবেদন করে ফেলুন আর দূর করে ফেলুন ফলাফল নিয়ে আপনার মনের সকল অনিশ্চয়তা!

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল দেখার নিয়মঃ

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল সাধারণত পুনঃনিরীক্ষণ এর আবেদন করার সময় আপনার সাথে যোগাযোগের জন্যে যে নম্বর প্রদান করেছিলেন উক্ত নম্বরে (আপনার ফলাফল পরিবর্তন হলে) ফলাফল প্রকাশের ফর স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদাভাবে পিডিএফ আকারে শুধুমাত্র যাদের ফলাফল পরিবর্তন হয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশ হওয়ার পর সকল বোর্ড এর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল একসাথে পাবেন এই লিঙ্কে।

JSC/JDC Exam Result 2017 Re-scrutiny/Khata Challenge Result Below

Khata Challenge Result 2017 Dhaka Board

Khata Challenge Result 2017 Rajshahi Board

Khata Challenge Result 2017 Chittagong Board

Khata Challenge Result 2017 Comilla Board

Khata Challenge Result 2017 Jessore Board

Khata Challenge Result 2017 Sylhet Board

Khata Challenge Result 2017 Dinajpur Board

Khata Challenge Result 2017 Barisal Board

Khata Challenge Result 2017 Madrasah Board

JSC Exam Result 2017 Re-scrutiny/Khata Challenge Notice

jsc-rescrutiny

You check the Notice in your mobile phone to write:

RSE<space>Board Name 1st 3 Latter <space>Roll No<space>Subject Coad

Exam: RSE<space>JES<space>123456<space>125

You Come Here For:

,JSC Exam Result 2017 Re-scrutiny,JSC Exam Result 2017 Khata Challenge Notice,jsc result Re-scrutiny 2017,jsc result Khata Challenge,jsc Khata Challenge 2017,jsc Re-scrutiny,Re-scrutiny jsc 2017,Re-scrutiny jsc result 2017,Recheck jsc result 2017,Recheck jsc result,Recheck jdc result 2017,Recheck jdc result,JSC Rescrutiny Board,Khata Challenge Result 2015,jsc Board Challenge result 2017,jsc Board Challenge,Junior School Certificate Rescrutiny result 2015,Junior School Certificate Rescrutiny result,jdc Board Challenge,JSC Rescrutiny result 2016,Jdc Rescrutiny result 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *