HSC Exam Result 2020. Secondary School Certificate HSC Exam Result 2020 all education board will be published 03 August 2020. The exam was started from 02 April 2020 Sunday 10:00 am to 01:00 pm. Higher Secondary School Certificate (HSC) & Alim examination is now most important stage for every student. According to announcement of ministry of education in Bangladesh the result will be published.
The result will be available here. We will updated Higher Secondary School Certificate HSC Exam Result 2020. Secondary School Certificate H.S.C Exam Result 2020 will be found here when it is published by Bangladesh education board and madrasah education board. HSC Result 2020 BD All Education Board below.
HSC Result 2020 BD Published Date?
You can get some ideas about the previous HSC Result. Now, we are giving you the previous HSC result publish date. in 2020 HSC result was published August 1st week and also was published 2019 result in August 1st week. BD HSC Result 2018. HSC Result 2020 BD. How to cheek HSC Result 2020 BD…all info found below: Result Download
HSC Exam Result 2020
শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি ভিন্নভাবে মূল্যায়ন করা হবে।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।
মন্ত্রী আরো বলেন, ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করতে চান, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে।
তিনি বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ফলাফলের ওপর ভিত্তি করে মূল্যায়ন হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, দ্রুত সময়ে ন্যূনতম বিষয় ও ন্যূনতম নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেওয়াসহ অনেকগুলো বিকল্প প্রস্তাব ঠিক করা হয়েছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে স্থগিত করা হয়। এবার এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।