How to Achieve BCS. Now Tell The Story. BCS Exam Related Last Information. Bangladesh Public Service Commission (BPSC) is now published the BCS Exam new System. BCS Exam new system Related Notice Published the personal website of Bangladesh Public Service Commission BPSC. Changing The BCS Exam System Related all information found my website below.
অভাবের সংসারে লেখাপড়া করাই যেখানে বিলাসীতা ছিল। তারপরও দারিদ্রকে জয় করেছেন তিনি। নিজ মেধার জোরে এখন বিসিএস ক্যাডার। একটি সরকারি কলেজের প্রভাষক।
মনিরুল ইসলামরা সাত ভাইবোন। বাবা-মা হিমশিম খান খাবার জোটাতে। এর-ওর বাড়িতে দিনমজুরের কাজ করেন মনির। বছরখানেক কাঠমিস্ত্রির সহকারীও ছিলেন। সাতক্ষীরার নলতার কাঠগোলায় আসবাবের এক দোকানেও কাজ করেছেন। কিন্তু জীর্ণ শরীরে কাজ করতে কষ্ট হয়। ওস্তাদ যা তা বলে। এর মধ্যেই পাশাপাশি লেখাপড়া। এসএসসি পাস করে ঢাকায় একটা ওষুধ কোম্পানিতে শ্রমিকের কাজ নেন।
মনিরুল বললেন, ‘নলতা মাজারের এক খাদেম আমাকে পড়ালেখা করতে সহায়তা করেন। তখন ঢাকা থেকে আবার সাতক্ষীরায় চলে আসি। উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।’ সেখান থেকে ৩৫তম বিসিএস ক্যাডার মনিরুল।
মনিরুল বলেন, ‘দিনমজুর থেকে আমি বিসিএস ক্যাডার হয়েছি। বলতে কোনো লজ্জা নেই। দিনমজুর, কাঠমিস্ত্রি অথবা বর্গাচাষি কোনো পরিচয় নিয়ে আমার আক্ষেপ নেই। শপথ করে বলছি, সমাজের কাছে হেরে যেতে চাই, এই সমাজটিকেই জেতাব বলে।’ কথা বলতে বলতে মনিরুলের চোখ ভিজে যায় আনন্দে।
BCS Exam New System,Changing The BCS Exam System,BCS Exam Circular,BCS,BCS circular,BCS exam system,Bangladesh Public Service Commission (BPSC),BPSC Circular,bsc circular,bcs circular 2016,
bcs exam circular 2017,bcs exam circular 37 th,www.bpsc.gov.bd,bpsc.gov.bd,bcs 37 circular,38th bcs circular,39th bcs circular 2018,bcs result