Community Clinic Job Exam Question Solution

Community Clinic Job Exam Question Solution. Bangladesh Community Health Care Center Jobs Circular 2018 found our website. Recently Bangladesh Government Found this jobs circular Daily Newspaper. As a Result, We found this jobs circular here. Bangladeshi Citizen Male and female are both Candidates can apply for this jobs Circular. So if You want to apply  Community Clinic Job Circular 2018 can be applied here. We will be found all information Community Health Care Center Jobs Circular 2018 here. We also will be found here Community Clinic Jobs Exam Result 2018 here. So apply to Result all information can be download here.

Job Admit Card and Result download 2018. Department of Agricultural Extension DAE. Online application at www dae teletalk com bd. The circular has been published on 24 January 2018 at their official website at www dae gov bd and various National newspaper. Online application has start on 1st February to 28 February 2018 at 06:00 PM. This DAE new latest job circular 2018 for the various post. You will get details Department of Agricultural Extension DAE new job circular 2018 bellow.

Department of Agricultural Extension DAE written exam Admit Card download. Sub Assistant Agriculture Officer written exam Admit Card and Result download www dae teletalk com bd.  Admit Card download DAE Sub Asst Agriculture officer written exam. DAE written exam result 2016. DAE written exam seat plan download. How to download DAE admit card www.dae.teletalk.com.bd? Bellow see the instruction of this job circular

How to apply Community Health Care Center Jobs Circular 2018 Admit Download. Bangladeshi Citizen Educated Parson can apply this jobs circular. This applies fully online Method So you can easily complete your online application form our website. We provide this application link here. First, go to our apply link and click this link. After Click, you receive an application form. Please fill up Community Health Care Center Job Circular apply form carefully. After fill up Submit your information. Now you can receive Application ID as References ID. Community Clinic Job Exam Question Solution Download Link.

 

 

১. ”বাগাড়ম্বর” শব্দের সন্ধি বিচ্ছেদ -বাক্+আড়ম্বর

২. The Correct spelling is- Cigarette

৩. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকারা কত কমালে ,তেল বাবদ খর বৃদ্ধি পাবে না- ২০%

৪. নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়-ফেসবুক

৫. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৬. I came home after the rain- has Stopped

৭. 5x-3y=9 , 3x-5y=-1 হলে x,y কত?- (3,2)

৮. সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ- রাশিয়া

৯. সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক – শেখ নিয়ামত আলী

১০. A sonnet is a poem of —lines- Fourteen

১১. চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে- ৯৮৯৯

১২ জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি- জাপান

১৩.গোয়ার গোবিন্দ শব্দের অর্থ- কাণ্ডজ্ঞানহীন

১৪. মানুষ মরণশীল- এর ইংরেজি- Man is mortal

১৫. কোন টিকা দেওয়ার ফলে শিশুদের নিউমোনিয়া কমেছে- PCV

১৬. কম্পিউটার ভাইরাস হলো – একধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রামার

১৭. আর একটা গান গাও না । এখানে “না” দ্বারা প্রকাশ পেয়েছে- অনুরোধ

১৮. choose The correct sentence- Everybody has gone there

১৯. পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ঃ৩। ওই পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে দুধ কত- ১০ কেজি

২০. কোনটি পারসোনাল কম্পিউটার নয়- সুপার কম্পিউটার

২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম- অসমাপ্ত আত্মজীবনী

২২. Choose the Correct spelling- Accessories 

২৩. মানুষের শরীরে সর্বমোট অস্থির সংখ্যা- ২০৬

২৪. কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়- ৭ এপ্রিল

২৫. কাব্য সুধাকর কার উপাধি – গোলাম মোস্তফা

২৬. Choose The best Translation of ” কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো” From The alternatives below – the Authorities took him to task

২৭. ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?- ৩৩.৫০ % লাভ

২৮. রাখইন প্রদেশের পূর্ব নাম ছিল – আরাকান

২৯. কোনটি সূর্যের সমার্থক শব্দ? অর্ক

৩০. “Call To mind” means- Remember

৩১. চতুর্ভূজের চার বাহু সমান হলে তাকে কি বলা হয়- বর্গ

৩২. স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেট এর মতে স্বাস্থ্য সেবা সূচকে কোন দেশের অবস্থান বাংলাদেশের উপরে?

৩৩. সংস্কৃত উপসর্গের সংখ্যা- কুড়িটি

৩৪. Antonym of “poor” -Rich

৩৫. একটি খেলার মাঠের প্রস্থ আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ নির্ণয় করুন– ৯০ মিটার

৩৬. নিচের কোনটি ই-মেইল সার্ভিস নয়- Drop box

৩৭. তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম- কোন রীতিতে লেখা- চলিত

৩৮. Antonym of Extract- Insert

৩৯. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটির সাথে পুরাতনটির পার্থক্য ৫৪ হয়। অংক দুটির যোগফল ১২ তবে সংখ্যাটি কত- ৯৩

৪০. গ্রীনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য- ৬ ঘন্টা

৪১. খনার বচন কী সংক্রান্ত – কৃষি

৪২. The synonym of Ambition- Desire

৪৩. কোন রোগটি বাংলাদেশ হতে সম্পুর্ণভাবে নির্মুল হয়েছে-পোলিও

৪৪. আর্সেনিক দুষণযুক্ত টিউওয়েলের মাথা-লাল রঙের

৪৫. কোনটি অনুজ্ঞা- তুমি যাও

৪৬. I have —- him to give — smoking. told,up

৪৭. একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ১৩,১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল -৯০ বর্গমিটার

৫০. verb of peace- Pacify

৫১. ১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি- ১ ৪/২৫% বা ২৯/২৫

৫২. বাংলা টাইপিং সফটওয়্যার নয় কোনটি- গুগল কি বোর্ড

৫৩. রিকসা কোন ভাষার শব্দ- জাপানী

৫৪. No man can — alone. -live

৫৫. খাদ্যের প্রধান উপাদান নয় -আয়রণ

৫৬. কম্পিউটার এর স্থায়ী স্মৃতিকে কি বলে- ROM

৫৭. বাংলাদেশের রণ সঙ্গীতের রচিয়তা- কাজী নজরুল ইসলাম

৫৮. Amicable mean- Friendly

৫৯. কমিউনিটি ক্লিনিকে সরকার কত ধরনের ওষুধ সরবরাহ করে-৩০ ( কিন্তু ২০১৮ অনুসারে ৩২)

৬০. জনপ্রিয় অ্যান্ডুয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ- ওরিও

৬১. আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ? কার লেখা- কুসুমকুমারী দাশ

৬২. ১৬৯ এর বর্গমুল কত- ১৩

৬৩. Some writer sink __ oblivion in course of time- into

৬৪. কোনটি ইনপুট যন্ত্র- কিবোর্ড

৬৫. শুদ্ধ বানান- সমীচীন

৬৬. Deputation meaning in bengali- প্রেষণ

৬৭. যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল আর অপর দুই বাহু অসমান্তরাল তাকে বলে – ট্রাপিজিয়াম

৬৮. চিঠি টাইপে কোনটি ব্যবহার হয়- মাইক্রোসফট ওয়ার্ড

৬৯. ডাক্তার কোন লিঙ্গ- পুং লিঙ্গ

৭০. Noun word of believe- Belief

৭১. একটি সংখ্যার ৩ গুনের সাথে ২ গুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?- ১৮

৭২. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম- বাংলাদেশ ব্যাংক

৭৩. ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি

৭৪. Household means- বসতবাড়ি

৭৫. ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪… এর পরে ধারা…..- ৫৫ (২১+৩৪=৫৫)

৭৬. কত সালের মধ্যে বাংলাদেশ SDG এর লক্ষ্যমাত্রা অর্জন করবে- ২০৩০

৭৭. সঠিক বানান- মুমূর্ষ

৭৮. Incorrect sentence: English Language has 5 consonants

৭৯. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর । আবার পিতা পুত্রের বয়সের গড় ৩৫। তাইলে মাতার বয়স কত? -৪১ বছর

৮০. বিশ্বব্যাংকের সদর দপ্তর- ওয়াশিংটনে

 

Community Clinic Job Exam Question Solution Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *