Bangladesh Public Service Commission (BPSC) is now published the BCS Exam new System. BCS Exam new system Related Notice Published the personal website of Bangladesh Public Service Commission BPSC. Changing The BCS Exam System Related all information found my website below. BCS Exam New System,Changing The BCS Exam System,BCS Exam Circular,BCS,BCS circular,BCS exam system,Bangladesh Public Service Commission (BPSC),BPSC Circular,bsc circular,bcs circular 2016,bcs exam circular 2018,bcs exam circular 37 th,www.bpsc.gov.bd,bpsc.gov.bd,bcs 39 circular
BCS Exam Related Last Information, 40th BCS Syllabus, 40th BCS Circular 2018 BCS Exam New System
কোটা সংস্কার আন্দোলনে প্রবল জনসমর্থন এবং সেই আন্দোলনে সবার জন্য অভিন্ন বয়সসীমা প্রনয়নের দাবির পরিপ্রেক্ষিতে ৩৯তম বিসিএস ‘বিশেষ’ না হয়ে সাধারণ হতে পারে। শুধু চিকিৎসকদের বদলে এক বিজ্ঞপ্তিতেই থাকতে পারে অন্যান্য মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক পদ। এ বিষয়ে ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় ইতোমধ্যে আলোচনা করা হয়েছে। পিএসসি’র নির্ভরযোগ্য ২টি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়: ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আগে কোটা সংস্কার আন্দোলন তীব্র হওয়ায় ৩৯তম বিসিএস কোটাধারীদের জন্য বিশেষভাবে নেওয়ার যৌক্তিকতা নিয়ে পিএসসি’র পরীক্ষা সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে কমিশন সভায় আলোচনা করেছেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে এখনও তা জানার অপেক্ষা করার কথা বলা হচ্ছে। এই অবস্থায় বিশেষ বিসিএস নেওয়ার যৌক্তিকতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন।‘‘সরকারের পক্ষ থেকে কোন ধরনের ইতিবাচক তথ্য না আসলে পিএসসি’কে এ বিষয়ে লিখিতভাবে সরকারের কাছে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।কারণ, পিএসসি যেহেতু জনপ্রশাসনে নিয়োগের দায়িত্বে রয়েছে, তাই এই সেক্টরে নানাবিধ সমস্যা এবং ক্ষোভের বিষয়গুলো সরকারকে জানানো এই প্রতিষ্ঠানের দায়িত্ব।’’সূত্র বলছে, বিসিএসের বিজ্ঞপ্তি একদিন দেরি হওয়া মানে বয়স শেষ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থী বাদ পড়ছেন। এই অবস্থায় আলাদা বিসিএসের নামে সময়ক্ষেপণের কোন যুক্তি নেই বলে কমিশন সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া অনেক শিক্ষার্থীর বয়সসীমা শেষ হয়ে যাওয়াসহ নানাবিধ সমস্যার কারণে বিশেষ বিসিএস পরীক্ষায় চাকরিপ্রার্থীদের পুরনো ক্ষোভ ছড়িয়ে পড়তে পারে উল্লেখ করে পিএসসি চেয়ারম্যানকে বিষয়টি সরকারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চেয়ারম্যান এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।’
সূত্র জানায়: সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কী সিদ্ধান্ত দেবে সেটা তাদের বিষয়। তবে পিএসসি’র পক্ষ থেকে এ ধরনের চিঠি পাঠানো হলে ৩৯তম বিসিএস ‘বিশেষ’ হওয়ার বদলে ৩৯তম সবার জন্য উন্মুক্ত হতে পারে।‘‘চেয়ারম্যানকে জানানো হয়েছে পরবর্তী সাধারণ বিসিএস পরীক্ষার জন্য দুই হাজারের বেশি পদে রিকু্ইজেশন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যথাসময়ে জমা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ইতোমধ্যে তা পিএসসিতে পাঠানো হয়েছে। এছাড়া বিশেষ বিসিএসের পরীক্ষা গ্রহণের জন্য বিধিমালা সংশোধনেরও কিছু বিষয় আছে। তাই এসব আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জটিলতায় না গিয়ে একইসঙ্গে সাধারণ বিসিএসের মাধ্যমে নিতে সুপারিশ করা হয়েছে।’’পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বিসিএস সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিসিএস পরীক্ষা হলো শুভঙ্করের খেলা। কেউ বাদ যাবে, কেউ আসবে। এতে কেউ খুশি হবে, কেউ অখুশি হবে। এটাই স্বাভাবিক। তবে আমরা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যেকোন ভালো বিষয় অবশ্যই ভেবে দেখবো। জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি সূত্র জানিয়েছে, দুই হাজারের বেশি পদে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি থাকার কথা ছিল। এর মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাবরক্ষক ১৫, শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে প্রায় ১ হাজার এবং স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভেটেরিনারি সার্জন, সহকারী প্রকৌশলী, কর ক্যাডারের সহকারী করকমিশনার, তথ্য ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ, ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান, রেলওয়ে পরিবহন ও ডাক ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ৫ শতাধিক কর্মকর্তা নিয়োগের কথা ৪০তম এর বদলে ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকতে পারে। BCS 39th Circular Below: