14Th NTRCA Exam Result

14Th NTRCA Written Exam Result Published. 14Th Non-government Teachers Registration and Certification Exam Result is now Published the personal website of Bangladesh Ministry of Education. 

They has published a gazette/circular about the recruitment method of non-government teachers registration and certification. Every teacher have need attend the Non-government Teachers Registration and Certification examination. 14Th Non-government Teachers Registration and Certification Exam Result related all information found my website below.

Non-government Teachers Registration and Certification Result,Non-government Teachers Registration and Certification,Non-government Teachers Registration result,Teachers Registration and Certification,Non-government Teachers Registration result,bd Non-government Teachers Registration,

www.bd Non-government Teachers Registration Result. 14Th Non-government Teachers Registration and Certification Exam,14 Th Non-government Teachers Registration and Certification result,NTRCA,14Th NTRCA Written Exam Result. Result Download. Other Link

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ৯০ দিনের মধ্যে একটি জাতীয় মেধাতালিকা করার নির্দেশনাসহ সাত দফা নির্দেশনা সংবলিত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার প্রকাশিত ৪৯ পৃষ্ঠার ওই রায়ে জাতীয় মেধাতালিকা অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের সনদ দিতে বলা হয়েছে। সনদধারীদের নিয়োগ না হওয়া পর্যন্ত ওই সনদ বহাল থাকবে। রায়ে বলা হয়েছে, বিভাগ বা জেলা-উপজেলাভিত্তিক মেধাতালিকা করা যাবে না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগের উদ্দেশ্যে যদি কোনো সুপারিশ করে তবে তা ৬০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছর ১৪ ডিসেম্বর এক রায়ে সাত দফা নির্দেশ দিয়েছিলেন। গতকাল পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। নিবন্ধন সনদধারী সিরাজগঞ্জের লিখন কুমার সরকারসহ বিভিন্ন জেলার কয়েক হাজার ব্যক্তির করা কয়েক শ রিট আবেদন নিষ্পত্তি করে ওই রায় দিয়েছিলেন আদালত।

সাত দফা নির্দেশনায় বলা হয়, (১) নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদ দিতে হবে। নিয়োগ না হওয়া পর্যন্ত  সনদ বহাল থাকবে। (২) রায়ের কপি পাওয়ার পর থেকে ৯০ দিনের মধ্যে উত্তীর্ণদের নিয়ে একটি জাতীয় মেধাতালিকা করতে হবে। এ তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। (৩) একটি জাতীয় মেধাতালিকা করতে হবে। বিভাগ, জেলা, উপজেলা তালিকা নামে কোনো তালিকা করা যাবে না। (৪) এনটিআরসিএ প্রতিবছর মেধাতালিকা হালনাগাদ করবে। (৫) সম্মিলিত মেধাতালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্য আবেদনকারীদের নামে নিয়োগের উদ্দেশ্যে সনদ জারি করবে। (৬) এনটিআরসিএ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বরাবর যদি কোনো সুপারিশ করে তবে কপি পাওয়ার ৬০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ওই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য গঠিত ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং কমিটি বাতিল করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। (৭) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করতে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার।

 

https://ebdjobcirculars24.com/?p=1399&preview=true

NTRCA Latest Notice Board & Job Circular PDF Download Link

14Th NTRCA Written Exam Result Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *